শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

৭ কলেজের কলা অনুষদে প্রথম হলেন মাদরাসা ছাত্র নাজমুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ অনুষদে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মাদরাসাছাত্র মুহাম্মাদ নাজমুল ইসলাম। তিনি রাজধানীর দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী।

বুধবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা যায়, সাত কলেজে ভর্তি পরীক্ষায় কলা ও সামাজিক বিজ্ঞান’ অনুষদে এ বছর পাসের হার ৬৭ দশমিক ৯ শতাংশ।

মাদরাসা শিক্ষার্থী মুহাম্মাদ নাজমুল ইসলামের ভর্তি পরীক্ষার স্কোর ৮৭। তিনি সর্বমোট ১০৭ নম্বর পেয়েছেন। ভর্তি পরীক্ষায় ৮৬ স্কোর করে দ্বিতীয় হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মুহাম্মাদ আবু কাউসার। তার মোট নম্বর ১০৬। এ ছাড়া সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন তৃতীয় হয়েছেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭ এবং মোট স্কোর ১০৫.৯৪।

এ বছর ঢাবি অধিভুক্ত সাত কলেজের সামাজিক বিজ্ঞান অনুষদে আসনসংখ্যা ১১ হাজার ৯০৫টি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ২১ হাজার ১৩২ জন। পাস করেছেন ১৪ হাজার ৩৮২ জন শিক্ষার্থী।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img