রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

আমরা বিভিন্ন কারণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্প বিপ্লব ধরতে পারিনি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা বিভিন্ন কারণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্প বিপ্লব ধরতে পারিনি। কিন্তু বাংলাদেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই চতুর্থ শিল্প বিপ্লবে আমরা সম্পৃক্ত থেকে আরো দেশকে এগিয়ে নিয়ে যাবো।

বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিষ্টিটিউটের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে ‘ফোর্থ ইন্ডাষ্ট্রিয়াল রেভ্যুলেশন ইন বাংলাদেশ: এডুকেশন এন্ড রিসার্স পারসপেক্টটিভস ফর ইমপ্লিমেন্টশন অব ভিশন-২০৪১’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব তরান্বিত করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে। দক্ষ ও মেধাবী জনগোষ্ঠী তৈরিতে গোঁড়া থেকেই তাদের তৈরি করতে হবে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারগুলোর এতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সেজন্য শিশুদের পরীক্ষার চাপ থেকে মুক্তি দিতে হবে। পরীক্ষার চাপ কমানো হবে। লেখাপড়ার চাপও কমছে। আরো চাপ কিভাবে কমানো যায় তার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের কিভাবে পড়ানো হবে সেবিষয়ে পরিবর্তন নিয়ে আসছি। মূল্যায়ন পদ্ধতিতে পাঠ্যক্রমে পরিবর্তন নিয়ে আসছি। পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীরা হাতে কলমে অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখবে। কমিউনিটি বেসড অ্যাকটিভিটি লার্নিং বিষয়ে আমরা পরিবর্তন আনছি।

তিনি বলেন, আমরা দেশে শিশুদের শিক্ষার উন্নয়নে যা কিছু করছি তা বিশ্বে নতুন নয়। পৃথিবীর যত দেশ শিক্ষায় সাফল্য পেয়েছে, সেসব দেশ এই পথে হেঁটেই সাফল্য পেয়েছে। আমরাও আমাদের শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে নিতে এভাবেই তৈরি করতে চাই। সেইজন্যই আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ