মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

আমেরিকার সঙ্গে অস্ত্র চুক্তির আলোচনা বাতিল করবে আমিরাত

আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানসহ দুই হাজার তিনশত কোটি ডলারের অস্ত্র ক্রয় চুক্তির আলোচনা বাতিল করবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ওয়াশিংটনের আমিরাতি দূতাবাস এই সিদ্ধান্তের কথা মার্কিন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে মঙ্গলবার দূতাবাস জানিয়েছে ইউএই বিক্রয় চুক্তির আলোচনা বাতিল করা হবে। এই সপ্তাহে আরও পরের দিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে উভয় পক্ষের মধ্যে আলোচনার সময় নির্ধারিত রয়েছে। তবে সেখানে অন্য ইস্যুতে আলোচনা হলেও বিক্রয় চুক্তি নিয়ে কোনও কথা হবে না।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, আমেরিকা এখনও সংযুক্ত আরব আমিরাতের অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী রয়েছে আর এফ-৩৫ নিয়ে আলোচনা ভবিষ্যতে হয়তো আবারও শুরু হতে পারে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত বছর প্রথম আমিরাতি সরকারের সঙ্গে ২৩শ’ কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা দেয়। এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলো কথিত ‘আব্রাহাম চুক্তি’। এই চুক্তির আওতায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বাহরাইন, মরক্কো ও সুদান।

মোট দুই হাজার ৩৩৭ কোটি ডলারের প্যাকেজের মধ্যে ছিলো জেনারেল অ্যাটোমিকস, লকহেড মার্টিন এবং রাইথিয়ন টেকনোলোজিস এর মতো অস্ত্র নির্মাতাদের প্রতিরক্ষা পণ্য। ৫০টি এফ-৩৫ লাইটিনিং টু যুদ্ধবিমান, ১৮টি এমকিউ-৯বি ড্রোন এবং আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন সামরিক পণ্য।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img