ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী অপরাধের বিষয়ে খ্রিস্টানরাও চুপ থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন জেরুসালেমে গ্রীক অর্থোডক্স চার্চের প্রধান আর্চবিশপ আতাল্লাহ হান্না।
শুক্রবার (১৭ ডিসেম্বর) তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আল-কুদস আল-আরাবি।
দখলদার ইসরাইলের ফিলিস্তিনি অর্থোডক্স খ্রিস্টান প্রতিনিধিরা জেরুসালেমের সেপুলচারের চার্চে এলে আর্চবিশপ আতাল্লাহ হান্না তাদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি এসব কথা বলেন।
সূত্র : মিডল ইস্ট মনিটর