শনিবার | ১ নভেম্বর | ২০২৫

নাস্তিকতা প্রচারের অপরাধে সৌদিতে একজনের ১৫ বছরের কারাদণ্ড

ধর্মত্যাগ করে নাস্তিকতার প্রচার চালানোর দায়ে আবু-লুহুম নামে ইয়েমেনের এক নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের একটি আদালত।

সোমবার (২০ ডিসেম্বর) সৌদি আরবের একটি আদালত এই রায় ঘোষণা করেছেন।

আবু লুহুমকে নাস্তিকতা প্রচারের দায়ে দোষী সাব্যস্ত এবং ধর্মত্যাগের জন্য ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাকে নির্দিষ্ট কোন মন্তব্যের কারণে অভিযুক্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি আদালত।

ইয়েমেনের এই নাগরিকের কারাদণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে রিয়াদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আবু লুহুমকে ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের নাজরানের একটি কারাগারে বন্দি রাখা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img