বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

এবার ইসরাইলে গিয়ে বৈঠক করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

প্রচলিত নিয়ম উপেক্ষো করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে গিয়ে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইহুদিবাদীদের অবৈধ দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্রান্টজের বাড়িতে গিয়ে তার সাথে এ বৈঠক করেন আব্বাস।

আলোচনায় নিরাপত্তা ও অসামরিক বিষয় নিয়ে কথা হয়েছে বলে দাবি করা হয়েছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে।

সম্প্রতি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ফিলিস্তিনের ফাতাহ নেতাদের একাধিকবার কথা হয়েছে। গত অগাস্টে আব্বাসের সঙ্গে কথা বলতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস্ট ব্যাঙ্কে গিয়েছিলেন।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১০ সালের পর আব্বাস এই প্রথম ইসরাইলে গেলেন ও বৈঠক করলেন।

ফিলিস্তিনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রী ও আব্বাসের কাছের নেতা হুসেইন আল-শেখ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা প্রস্তাব নিয়ে সমস্যার রাজনৈতিক সমাধান সম্ভব। এটা হলে নতুন রাজনৈতিক দিগন্ত খুলে যাবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img