করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে বাঁচতে সৌদি আরবে অবস্থিত পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীতে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম পুনরায় চালু করেছে দেশটির সরকার। তবে মসজিদে মুসল্লিদের প্রবেশে সংখ্যা কমিয়ে আনার বিষয়ে কোন নির্দেশনা দেয়নি কর্তৃপক্ষ।
বুধবার (২৯ ডিসেম্বর) সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সামাজিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা পুনরায় জারি করা হবে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৭টা থেকে নতুন বিধি কার্যকর হতে যাচ্ছে।