রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

করোনা সংক্রমণ ঠেকাতে মক্কা-মদিনায় আবারও বিধিনিষেধ

করোনার অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে পবিত্র শহর মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে সৌদি আরবের সরকার।

সোমবার (৪ জানুয়ারি) একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি একথা জানিয়েছে।

সৌদির ওই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এই দু’টি জায়গায় নামাজ পড়তে যাওয়া মুসল্লি এবং ওমরাহ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে। এছাড়া সেখানে সবাইকে মাস্ক পরতে হবে বলেও জানিয়েছেন তিনি।

সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। এর সাথে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে।

সৌদি আরবে গত মাসে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা এক লাফে অনেক বেড়ে গেছে। গত বুধবার দেশটিতে ৭৪৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছর আগস্টের পর এটিই ছিল একদিনে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img