ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ওপর বর্ণবাদী আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ২৮০ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ফিলিস্তিনিদের নিকৃষ্ট জাতি-গোষ্ঠীর মানুষ বলে মনে করে ইসরাইল। এমনকি বিভিন্ন মানবাধিকার সংস্থাও জানিয়েছে যে ফিলিস্তিনিদের ওপর ইসরাইল যে সকল অপরাধ করছে তা বর্ণবাদের আওতাভুক্ত।
প্রতিবেদনে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নির্যাতনের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ওপর কিভাবে তাদের আধিপত্য বিস্তার করে এবং অত্যাচার-নিপীড়ন চালায় তার তথ্য প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে।
এ প্রতিবেদনে ইসরাইলের বিভিন্ন প্রকার অত্যাচারের তথ্য প্রকাশ করা হয়েছে। যেমন: জমি ও সম্পত্তি জোর করে দখল করা, অবৈধ হত্যাকাণ্ড, জোর করে অন্যত্র স্থানান্তর, চলাচলের ওপর নিষেধাজ্ঞা, প্রশাসনিক আদেশে আটকে রাখার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানো।