বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ৯০ ভাগ উচ্ছেদ অভিযান বাড়িয়েছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল অধিকৃত পশ্চিম তীর এবং পবিত্র জেরুসালেম অথবা আল-কুদস শহরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শতকরা ৯০ ভাগ বাড়িয়েছে। জাতিসংঘের এক পরিসংখ্যানে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ইসরাইল যে পরিমাণে উচ্ছেদ অভিযান চালিয়েছে, গত বছরের এপ্রিল মাসের তুলনায় তা শতকরা ৯০ ভাগ বেশি।

ইহুদিবাদী কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ঘরবাড়ি উচ্ছেদ করেছে, সে সব জায়গা থেকে ফিলিস্তিনিদেরকে জোর করে চলে যেতে বাধ্য করেছে অথবা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন ২৩টি ভবন দখল করে নিয়েছে। জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক দপ্তর থেকে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

দখলদার ইসরাইল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এসব ভবন নির্মাণ করার অভিযোগে উচ্ছেদ কিংবা দখল করা হয়েছে। বাস্তবতা হচ্ছে- ফিলিস্তিনি ভূখণ্ডে ঘরবাড়ি নির্মাণ করার অনুমতি পাওয়া ফিলিস্তিনি জনগণের জন্য প্রায় অসম্ভব ব্যাপার।

ধ্বংস করা ভবনের মধ্যে ১০টি পূর্ব জেরুসালেম শহরে অবস্থিত।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img