পৃথক দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংসদ মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে উপস্থিত করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আক্তার শুনানি শেষে মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিংগাইর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা এবং হরিরামপুর থানায় দায়ের করা ভাঙচুর এবং মারামারির মামলায় তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।