আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে আমেরিকার ২০ বছরের যুদ্ধের অবসান হয়েছে, যা ছিল আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ। আমরা দেশটি থেকে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিরাপদে সরিয়ে এনেছি। বিশেষজ্ঞদের ধারণার চেয়ে যা দ্বিগুণ। কোনো জাতিই ইতিহাসে এর আগে এরকম কাজ করেনি। শুধু যুক্তরাষ্ট্রের সক্ষমতা, ইচ্ছা ও যোগ্যতা ছিল তা করার এবং আমরা তা করেছি।
মঙ্গলবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এপ্রিলে সিদ্ধান্ত নিয়েছিলাম ৩১ আগস্টের মধ্যেম সব সেনা প্রত্যাহার করে নেওয়া হবে আফগানিস্তান থেকে। ধারণা করেছিলাম, আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের তিন লাখ সদস্য তালেবানের শক্তিশালী প্রতিপক্ষ হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।