আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ায় তালেবানকে সাধুবাদ জানিয়ে ভারত দখলকৃত কাশ্মীরকে মুক্ত করার ডাক দিয়েছে জাতিসংঘ নিষিদ্ধ সংগঠন আল কায়েদা। একইসঙ্গে বিশ্বের সমস্ত মুসলিম ভূমিকে ‘শত্রু’র হাত থেকে মুক্ত করার আহ্বান জানায় তারা।
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই কাশ্মীরে ভারতীয় বাহিনীর ওপর হামলা বেড়েছে। অঞ্চলটিতে লড়াইয়ের ডাক দিয়ে তালিবানের সহযোগিতা চেয়েছে লস্কর-ই-তাইয়েবা। এবার কাশ্মীর নিয়ে নিষিদ্ধ সংগঠন আল কায়েদার তৎপরতায় নয়াদিল্লির উদ্বেগ আরও বেড়েছে।
প্রকাশিত এক বিবৃতিতে আল কায়েদার পক্ষ থেকে বলা হয়েছে, লেবানন, সোমালিয়া, ইয়েমেন, কাশ্মীর ও বাকি মুসলিম ভূমিকে শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করতে হবে।
আমেরিকাকে উদ্দেশ্য করে এতে বলা হয়, যারা অপমান করেছে, সেই সাম্রাজ্যবাদী শক্তির পরাজয় ফের আফগানিস্তানকে মুক্তির স্বাদ দিয়েছে। আর এটা প্রমাণ করছে যে জয়ের একমাত্র রাস্তা জিহাদ।
সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস










