তালেবান সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, রাশিয়া বিরোধী আফগান জিহাদের অন্যতম প্রধান মুজাহিদ নেতা ও হিজবে ইসলামি দলের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার।
মঙ্গলবার (৩১ আগস্ট) আনাদোলু এজেন্সির সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন তিনি।
গুলবুদ্দিন হেকমতিয়ার বলেন, তালেবান আমাদের ভাই এবং আমাদের মধ্য মিল রয়েছে। হিজবে ইসলামি নতুন সরকারের অংশীদার হতে না চাইলেও তালেবান প্রশাসনকে নিঃশর্ত সমর্থন দেবে। তবে যোগ্য ব্যক্তিদের নিয়েই যেন নতুন প্রশাসন গঠিত হয়।
আফগানিস্তানে পশতুন জাতীয়তাবাদী কর্মসূচি রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলামে জাতীয়তাবাদ ও বৈষম্যের কোনও স্থান নেই। নতুন সরকারে জাতীয়তাবাদের কোনও ঠাঁই হবে না।
সাবেক এই আফগান প্রধানমন্ত্রী বলেন, তার দল জোট সরকারে বিশ্বাস করে না। কারণ, এটি সব সময়ই ব্যর্থ হয়েছে।
তুরস্ক আফগানিস্তানের সবচেয়ে ভালো বন্ধুদের একটি উল্লেখ করেন হেকমতিয়ার বলেন, আঙ্কারা সব সময় আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের সমর্থন দিয়েছে।