মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

সব জায়গাতেই চাষাবাদ করতে হবে : ডা. মুরাদ

spot_imgspot_img

জামালপুর-৪ আসনের এমপি ডা. মুরাদ হাসান বলেছেন, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। দেশ এখন খাদ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে কৃষি অফিস। কৃষকদের ক্ষতিপূরণে সরকারিভাবে প্রান্তিক কৃষকদের উন্নত জাতের বীজ ও সার বিনা মূল্যে দেওয়া হচ্ছে। দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করতে বাড়ির আঙিনায়সহ সব জায়গাতেই চাষাবাদ করতে হবে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল মিলনায়তনে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় শতাধিক প্রান্তিক কৃষকের মধ্যে সরকারি প্রণোদনা উন্নত জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষক সমাবেশে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জমালপুরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, কাউন্সিল সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img