বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি মঙ্গলবার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর)।

আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালন শেষে আজ রোববার (১ ডিসেম্বর) আদালতের কার্যক্রম শুরু হলে আদালত সংশ্লিষ্ট এক কর্মকর্তা আগামী শুনানির তারিখ জানান।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান জানান, মহানগর দায়রা জজ মুহাম্মাদ সাইফুল ইসলামের আদালতে ৩ ডিসেম্বর এই জামিন শুনানি হবে।

ইসকন ইস্যুকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করে। সর্বশেষ গতকাল শনিবার আইনজীবী আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় আরও ১৫ জনকে অজ্ঞাতনামায় আসামি করা হয়। এছাড়া আলিফের ভাই খানে আলম বাদী হয়ে আরেকটি মামলা করেন। ওই মামলায় ১১৬ জনের নাম উল্লেখসহ ৫শ জনকে অজ্ঞাতনামায় আসামি করা হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img