২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন তিন আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, দ্বিতীয়বার স্বীকারোক্তির ভিত্তিতে ফৌজদারি মামলায় কোনো আসামিকে সাজা দেওয়ার বিধান নেই। কিন্তু এ মামলায় এমনটি করা হয়েছে। যা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে নজিরবিহীন।
আজ রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের রায় শেষে এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, বিগত ৪০০ বছরের ইতিহাসের এরকম কোনো নজির নেই। আমরা সেটি আদালতে তুলে ধরেছি। আদালত আমাদের এ বিষয়টি আমলে নিয়েছে। আমলে নিয়ে সব আসামিকে খালাস দিয়েছেন।
এর আগে প্রতিক্রিয়া জানিয়ে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি। এ কারণে মহান আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।
বাবরের স্ত্রী আরও বলেন, ন্যায়বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কী কষ্ট, তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কোনো সাক্ষী বলেননি। এ ছাড়া ২১ আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা।









