সোমবার | ১ ডিসেম্বর | ২০২৫

এই বছর ১৯,৯৭১ টন শুকনো ফল রপ্তানি করেছে আফগানিস্তান; যার মূল্য ৫ কোটি ৭৭ লাখ ডলার

হেরাত প্রদেশ থেকে এ বছর শুকনো ফল রপ্তানিতে নতুন রেকর্ড গড়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটি বিশ্বের ২০টি বাজারে বিপুল পরিমাণ বাদাম, পেস্তা ও কিশমিশসহ বিভিন্ন ধরনের শুকনো ফল পাঠিয়েছে, যা রপ্তানি আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি এনেছে।

হেরাত প্রদেশের গভর্নর কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রদেশটি থেকে বিশ্বের ২০টি দেশে ১ কোটি ৯৯ লাখ ৭১ হাজার কিলোগ্রামের বেশি শুকনো ফল রপ্তানি করা হয়েছে।

রপ্তানিকৃত এসব শুকনো ফলের মোট মূল্য আনুমানিক ৫ কোটি ৭৭ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় তিন গুণ বেশি। ফলে রপ্তানির পরিমাণের পাশাপাশি আয়েও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে, বাদাম, পেস্তা, শুকনো ডুমুর, কিশমিশ, আলুবোখারা, পেস্তার দানা, ফোর নাটস, মামপুলি ও বিরিয়ানি ছোলা।

অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, নেদারল্যান্ডস, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইরান, কাতার, তুরস্ক, ভারত, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ এ বছর আফগানিস্তান থেকে শুকনো ফল নিয়েছে।

এর আগে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, আফগানিস্তান বিশ্বের ৮০টির বেশি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। পাশাপাশি ইমারাতে ইসলামিয়া এই সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করতে কাজ করছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img