রাশিয়ার বিজ্ঞানীরা মনে করছেন, করোনা সংক্রমণ কখনোই পুরোপুরি নির্মূল হবে না। বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী এই করোনাভাইরাস সংক্রমণ এক অথবা দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
রাশিয়ার সেন্ট্রাল সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব ইপিডেমিওলোজি নাতালয়া সেশিনিচনায়া’র ক্লিনিক্যাল এন্ড এনালিটিক্যাল ওয়ার্ক উপপ্রধান বলেন, সম্ভবত আগামী এক থেকে দুই বছরের মধ্যে এটি মৌসুমি রোগে পরিণত হবে। ইতোমধ্যেই এটির মৌসুমি অসুস্থতার ইঙ্গিতগুলো প্রকাশ পেতে শুরু করেছে। সংক্রমণ হ্রাস পাওয়া তার প্রমাণ হতে পারে। ইনস্টিটিউট বিশেষজ্ঞদের মতে, মৌসুমি রোগ সাধারণত শরৎ এবং বসন্তকালে ছড়ায়, ফলে বছরের এই সময়ে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে পারে।
রাশিয়ার বিজ্ঞানীরা করোনা ভাইরাসের বিরুদ্ধে গবেষণায় বেশ এগিয়ে রয়েছেন। গত বছরের আগস্টে কোভিডের প্রথম প্রতিষেধক আবিষ্কারের কথা ঘোষণা করে গামালেয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং কিরিলের সংস্থা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড। করোনার বিরুদ্ধে সুরক্ষা প্রদানে অন্যান্য টিকার তুলনায় রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ বেশি কার্যকর বলে দাবি করেছেন রুশ গবেষকরা।