ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে ফেলে যাওয়া আধুনিক মার্কিন সমরাস্ত্রের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। এইসব অস্ত্র তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) হাতে পৌঁছালে তা পাকিস্তানের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলেও বিবেচনা করছে ইসলামাবাদ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফাকাত আলী খান।
তিনি বলেন, আমেরিকার ফেলে যাওয়া আধুনিক সমরাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের ভেতরে হামলার সম্ভাবনা রয়েছে। আর তাই এইসব উন্নত অস্ত্রের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে ইসলামাবাদ। এই ইস্যু সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শাফাকাত বলেন, এসব মার্কিন অস্ত্র যেন অন্য কোন গোষ্ঠীর হাতে না পড়ে সে জন্য আফগান সরকারের কাছে ইতিমধ্যে গভীর উদ্বেগের কথা তুলে ধরেছে পাক সরকার। বিষয়টি খুব দ্রুত সমাধানেরও আহ্বান জানানো হয়েছে ইসলামাবাদের পক্ষ থেকে।
শাফাকাতের দাবি, আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান। তবে এই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল আফগানিস্তানের অভ্যন্তরে টিটিপির নিরাপদ অবস্থান।
সূত্র: কেপি