অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা এ সম্মেলনে যোগ দিবেন।
এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার (১ এপ্রিল) ইউএনবিকে এতথ্য জানিয়েছেন।
বিমসটেক সম্মেলনের আগে, প্রধান উপদেষ্টা ‘বিমসটেক তরুণ প্রজন্মের ফোরাম: ভবিষ্যৎ কোথায় মিলিত হয়’ শীর্ষক ফোরামে বক্তৃতা রাখবেন।