বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

বাইতুল মুকাদ্দাসে ২ লাখ মুসুল্লির ঈদের জামাতে আদায়

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাঁধার পরেও পবিত্র বাইতুল মুকাদ্দাসে ঈদুল ফিতরের নামাজে ২ লাখ মুসুল্লি অংশ নিয়েছেন।

সোমবার ঈদুল ফিতরের জামায়াতে অংশ নেন ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনের অধিকৃত আল কুদসের ইসলামিক ওয়াকফ বিভাগের মহাপরিচালক শায়খ আজ্জাম আল খতিব জানান, মসজিদুল আকসায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে উপস্থিত মুসুল্লি সংখ্যা অন্তত দুই লাখ হবে।

জানা যায়, সোমবার সকাল থেকেই ফিলিস্তিনের নানা প্রান্ত থেকে বিভিন্ন বয়সী পুরুষ, নারী ও শিশুরা মসজিদে হাজির হতে থাকেন। একসময় মুসুল্লিদের অংশগ্রহণে মসজিদ ও মসজিদ চত্বর কানায় কানায় ভরে ওঠে।

তারা যখন মসজিদে প্রবেশ করছিলেন, তখন তাদের ‘তাকবির-তাহলিলে’ মুখরিত ছিল আল কুদসের পরিবেশ। মসজিদে প্রবেশের সময় অনেক মুসুল্লিকে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায়। এ সময় তারা শ্লোগান দিতে থাকেন- ‘আমাদের রক্ত ও জীবন তোমার জন্য উৎসর্গিত হে আল আকসা’, আল্লাহু আকবার’ ও স্বাধীনতা-স্বাধীনতা।’

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img