মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

রামেক হাসপাতালে করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু

spot_imgspot_img

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর তিন, নাটোর ও নওগাঁর একজন করে এবং কুষ্টিয়ার দু’জন আছেন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দু’জন ও উপসর্গে তিনজন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় দু’জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৫ জন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img