আমেরিকা ও তার মিত্র বাহিনীর সাথে দীর্ঘ ২০ বছর যুদ্ধ করার পর পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে তালেবান। সংগঠনটি পুরো আফগান নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির প্রতিটি প্রদেশে গভর্নর, জেলা ও প্রদেশ জেলা গভর্নর এবং পুলিশ চীফ নিয়োগ করেছে। আর দু-একদিনের মধ্যেই সরকার ব্যবস্থা গঠন করতে যাচ্ছে বলে তালেবানের শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন।
এদিকে তালেবানের ক্ষমতা গ্রহণ করার পর তাদের সরকার ব্যবস্থার নাম, আফগানের পতাকা ও দেশটির জাতীয় সঙ্গীতের পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে বলেও সংগঠনটির শীর্ষ নেতারা জানিয়েছেন।
এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে যে, নতুন সরকার ব্যবস্থার নাম, দেশের পতাকা ও জাতীয় সঙ্গীত ইস্যুতে জনসাধারণের মতামত সভা এখনো অনুষ্ঠিত হয়নি। জনসাধারণের সাথে মতামত সভার পর এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে অনানুষ্ঠানিকভাবে তালেবানের রাজনৈতিক বিশ্লেষক মুহাম্মাদ হাসান হাক্বয়ার টলো নিউজকে দেওয়া সাক্ষাতকারে বলেন, আফগানের নতুন সরকার ব্যবস্থা প্রজাতন্ত্র কিংবা আমিরাত নাম ধারণ না করে ইসলামী সরকার টাইপের কোনো নাম ধারণ করতে যাচ্ছে।