আমেরিকার কব্জা থেকে সদ্য স্বাধীনতা অর্জন করা আফগানিস্তানে নতুন সরকার গঠন চূড়ান্ত করেছে তালেবান। সংগঠনটি পুরো আফগান নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির প্রতিটি প্রদেশে গভর্নর, জেলা ও প্রদেশ জেলা গভর্নর এবং পুলিশ চীফ নিয়োগ করেছে।
তালেবানের নতুন সরকার ব্যবস্থা কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। এছাড়াও সংগঠনটির প্রধান বা আমীরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হেবায়েতুল্লাহ আখুন্দজাদা সরকারে থাকবেন কিনা এ নিয়েও রয়েছে নানান মত। তবে এবার তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে মতামত পাওয়া গেছে।
সংগঠনটির রাজনৈতিক শাখার নেতা ও সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামাঙ্গানী এক বিবৃতিতে বলেন, কেবিনেট এবং নতুন সরকার গঠন বিষয়ক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শীঘ্রই নতুন ইসলামী সরকারের ঘোষণা দেওয়া হবে। আমাদের ঘোষিত নতুন ইসলামী সরকার সর্বস্তরের জনগণের জন্য আদর্শ হবে, ইনশা আল্লাহ। গঠিত নতুন সরকারে আমীরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদার থাকার বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনিই নতুন সরকারের নেতা হবেন এবং একে প্রশ্নবিদ্ধ করা কারো উচিত নয়।
এদিকে তালেবানের রাজনৈতিক বিশ্লেষক মুহাম্মাদ হাসান হাক্বয়ার বলেন, গঠিত নতুন সরকারে প্রধানমন্ত্রীর পদ অন্তর্ভুক্ত করতে যাচ্ছে তালেবান। আমীরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা ওই সরকারের নেতৃত্বে থাকলেও প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হবেন না। বরং তিনি হবেন পুরো আফগানিস্তানের নেতা। দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তার তত্ত্বাবধানে কাজ করবেন।