মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

আফগানিস্তানে খাদ্যসংকট শুরু হতে পারে: জাতিসংঘ

spot_imgspot_img

আফগানিস্তানের একমাসের মধ্যে খাদ্যসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

সংস্থাটি বলছে, খাদ্যাভাবের কারণে দেশটির প্রতি তিনজনের মধ্যে একজন ভুগবে। খবর আল জাজিরার।

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী রমিজ অলকবারভ এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত কঠিন। দেশটির অর্ধেকেরও বেশি শিশু ইতিমধ্যেই পর্যাপ্ত খাদ্য পেতে সংগ্রাম করছে।

তিনি বলেন, আফগানিস্তানে সরকারি সেবাগুলো কাজ করতে পারছে না এবং সরকারি কর্মচারীরা তাদের বেতন পাচ্ছে না। এদিকে বেশিরভাগ আন্তর্জাতিক সাহায্য বন্ধ হয়ে গেছে। কারণ, তালেবান এখনো নতুন সরকার গঠন করতে পারেনি এবং তাদের আন্তর্জাতিক স্বীকৃতি প্রশ্নবিদ্ধ রয়ে গেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img