শুক্রবার, মে ৯, ২০২৫

ইহুদীবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিষিদ্ধ করে সুদানে ফতোয়া

spot_imgspot_img

ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে জায়েজ নেই এবং এটি নিষিদ্ধ বলে ফতোয়া দিয়েছেন সুদানের ইসলামি প্রশাসন কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম জানায়, ইসরাইল-সুদান পরস্পর সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করতে যাচ্ছে-খার্তুম কর্তৃপক্ষের এমন অবস্থান প্রকাশ্যে আসার পরই তেল আবিবের সঙ্গে সম্পর্ক নিষিদ্ধ করে ফতোয়া জারি করেছে দেশটির ইসলামি প্রশাসন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশটির ইসলামি কর্তৃপক্ষ এই ফতুয়া দিয়েছে।

গেলো মাসে সুদানের পররাষ্ট্রমন্ত্রী ওমর কামার বলেন, দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে খার্তুমকে আমেরিকার তথাকথিত সন্ত্রাসবাদে মদদদানকারী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে ওয়াশিংটন।

স্থানীয় গণমাধ্যমকে তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সুদানের রাজধানী খার্তুম সফরে এতে দুটি প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে একটি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি। দ্বিতীয়টি, প্রথম শর্ত পূরণ হলে, সুদানকে সন্ত্রাসবাদে সহযোগিতাকারী রাষ্ট্রের কালো তালিকা থেকে মুক্তি দেবে মার্কিন প্রশাসন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img