ঢাকা-৫ আসনের সাবেক সংসদ-সদস্য মশিউর রহমান মোল্লা সজলসহ এজাহারনামীয় ১৪ জন এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে রাজধানীর ডেমরায় রাষ্ট্রবিরোধী ঝটিকা মিছিল করার অভিযোগে এ মামলা করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শাহালম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। ওইদিন সকাল পৌনে ৭টার দিকে পাইটি বটতলা মোড় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি বের করে সড়ক প্রদক্ষিণ করে।
মামলায় অভিযুক্ত অন্যরা হলেন, ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলাম সাগর, ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৭০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতিকুর রহমান আতিক, ছাত্রলীগ নেতা মো. মোনায়েম, রাকিবুল হাসান শাওন, রাজু আহমেদ রতন, আল আমিন, জহিরুল ইসলাম, মহিবুর রহমান রনি ভূঁইয়া, এনামুল হক তায়িফ, মো. মাহিন খান, ফয়সাল ও শান্ত।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা রাষ্ট্রবিরোধী মিছিল বের করে আইনশৃঙ্খলা ভঙ্গ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়। মিছিলে নেতাকর্মীরা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।









