শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইংল্যান্ডের ব্রাডফোর্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস নর্থ ইংল্যান্ডের ব্রাডফোর্ড ও লীডস শাখা যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জানুয়ারী) স্থানীয় সময় রাতে বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মুফতি ছালেহ আহমদ। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সেক্রেটারী ও লিডস শাখার সেক্রেটারি মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা ফয়জুল হাসান চৌধুরী, মাওলানা সুলাইমান আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ সাকিব,প্রমুখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার অন্যায় ভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ অন্যান্য ইসলামী নেতৃবৃন্দকে জেলে বন্দি করে রেখেছে। জেল জুলুম ও নির্যাতন করে আলেম উলামাদের আওয়াজকে বন্ধ করা যাবে না। অবিলম্বে নিরপরাধ মজলুম আলেম-উলামাদের মুক্তি দিতে হবে।

মতবিনিময় সভা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী কাসিমী সহ অন্যান্য উলামায়ে কেরামদের মুক্তির দাবিতে আগামী ২০ জানুয়ারি ২০২২ইং বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img