শনিবার, মে ১০, ২০২৫

ইরানে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় এরদোগানের শোক প্রকাশ

spot_imgspot_img

ইরানের কুদুস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সুলাইমানীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বুধবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় সমবেদনা শোক প্রকাশ করেন তিনি।

এরদোগান বলেন, আমরা বন্ধু ও ভাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি অন্তরের অন্তস্তল থেকে সমবেদনা জানাচ্ছি। কিরমান প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

এছাড়াও তিনি আহতদের সুস্থতা ও নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, হামলায় আহতদের আল্লাহ পাক রহমতের চাদরে আবৃত করে নিন। আহতদের দ্রুত সুস্থতা নসিব করুন।

উল্লেখ্য, আজ ইরানের সাবেক সেনাপ্রধান ও ২য় ক্ষমতাধর ব্যক্তি জেনারেল কাসেম সুলাইমানীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিরমান প্রদেশে অবস্থিত মাজার ‘গুলজারের’ জনসমাগমে পর পর ২টি বিস্ফোরণ ঘটে। সর্বশেষ বিবৃতিতে, হামলায় ১০৩ জন নিহত ও ১৪১জন আহত হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। এছাড়া এই হামলার জন্য আমেরিকাকে দায়ী করে দেশটি। দাবী করা হয় যে তারাই আজকের শোকাবহ দিনে কিরমানে গুপ্ত হামলা চালিয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img