শনিবার, মে ৩, ২০২৫

দ্রুত স্থানীয় নির্বাচন দিন: ইসলামী আন্দোলন

spot_imgspot_img

সংস্কার শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা মুখ থুবড়ে আছে, সংস্কার শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন। স্থানীয় সরকার ব্যবস্থা বাহাল না থাকায় জনগণ চরম ভোগান্তির মধ্যে আছে।

শুক্রবার (২ মে) বিকালে রাজধানীর ভাটারায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, আলহাজ্ব মুফতী ওয়ালিউল্লাহ, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, এড. মুস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মুফতী নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, মুফতী আব্দুল কুদ্দুস রশিদী, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, রাকিবুল ইসলাম, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মুফতী সিরাজুল ইসলাম, মুফতী আরমান হোসাইন, মুফতী সাব্বির আহমেদ, আলহাজ্ব আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজী সোলাইমান, মাসুম বিল্লাহ, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img