শনিবার, মে ৩, ২০২৫

আ’লীগ নিষিদ্ধই সবচেয়ে বড় সংস্কার: হাসনাত

spot_imgspot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ‘যদি-কিন্তু-অথবা’ নেই। অবিলম্বে স্বৈরাচারী দলটিকে নিষিদ্ধ করতে হবে। সেটাই হবে দেশে সবচেয়ে বড় সংস্কার।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আবরার ফাহাদ ও শহীদ আলিফের রক্তের ওপর পা দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না।

শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ।

নারী সংস্কারের ব্যাপারে ড. ইউনূসের উদ্দেশ্যে হাসনাত বলেন, অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় সংস্কার করুন। যেটার মধ্য দিয়ে নারীদের সম্মান, ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন থাকে সেই সংস্কারগুলো করার আহ্বান থাকলো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img