কাশ্মীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ১ ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও এক সেনা।
শুক্রবার (২ জুলাই) পুলওয়ামা জেলার রাজপোরা হানজিন এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা ইউএনআই হিন্দির তথ্যমতে, পুলওয়ামার হানজিন রাজপোরায় কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনীর (সিআরপিএফ) সদস্য সমন্বিত যৌথ বাহিনী। এ সময় স্বাধীনতাকামীদের যোদ্ধাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর ৪৪ রাইফেলসের দু’জন সেনা আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাবিলদার কাশি রাও নামে এক সেনা মারা যায়।
বর্তমানে পুলওয়ামাতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে পার্শ্ববর্তী এলাকায় বিপুল পরিমাণ সেনা মোতায়েন রেখেছে ভারত।









