হজ ও ওমরাহ মন্ত্রী তাওফিগ আল রাবেয়াহ জানিয়েছেন, এক মাস থেকে বাড়িয়ে ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
উজবেকিস্তানের মন্ত্রীদের সাথে বৈঠকের পর এক বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রী একথা জানান।
তাওফিগ আল রাবেয়াহ আরও জানান, ওমরাহ পাল করতে যাওয়া সব দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন।
সূত্র: খালিজ টাইমস