রাজশাহীতে শুরু হয়েছে বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে সমাবেশে রাজশাহীর স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন।
আজ শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসা মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে বিএনপির এই গণসমাবেশ শুরু হয়।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় প্রায় ৩০ জন নেতা বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. এরশাদ আলী ঈশা। রাজশাহী মহানগর বিএনপি সদস্য সচিব মামুনুর রশীদ এবং রাজশাহী জেলা বিএনপি সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার সমাবেশ সঞ্চালনা করছেন।
গণসমাবেশের নির্ধারিত সময়ের আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠ। বিএনপির নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত সমাবেশের নির্ধারিত স্থান। ইতোমধ্যে মাঠে জায়গা না হওয়ায় আশেপাশের সড়কে অবস্থান নিয়েছেন দলের নেতা-কর্মী-সমর্থকরা।
পরিবহন ধর্মঘট ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে শনিবার রাজশাহীতে নবম বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি।