বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনি পতাকা আঁকায় স্কুলছাত্রীকে ধরে নিয়ে গেল ইসরাইল

ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনি পতাকা আঁকার দায়ে এক স্কুলছাত্রীকে ধরে নিয়ে গেছে
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুন) বিদ্যালয় থেকে ফেরার সময় ওই ছাত্রীকে ধরে নিয়ে যায়।

ফিলিস্তিনি আইনজীবী নাসের আওদা জানান, ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী তার সহপাঠীর গালে রং দিয়ে ফিলিস্তিনের পতাকা এঁকেছিল।

গত ২৫ এপ্রিল জেরুসালেমের ইসরাইলি ডিস্ট্রিক্ট কোর্ট শেখ জাররাহ মহল্লা থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করে তাদের বাড়ি ইহুদিবাদী ইসরাইলি নাগরিকদের কাছে হস্তান্তরের আদেশ দেয়। এই আদেশের জেরে পুরো ফিলিস্তিনজুড়ে বিক্ষোভ শুরু হয়।

ঘটনার ধারাবাহিকতায় স্বাধীনতাকামী সংগঠনগুলোর তৎপরতায় অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল। অপরদিকে ইসরাইলের অভ্যন্তরে থাকা ফিলিস্তিনি আরব বংশদ্ভুত ইহুদিবাদী ইসরাইলি নাগরিকরাও বিক্ষোভ শুরু করেন। সামগ্রিক অস্থিরতায় দখলদার ইসরাইলি আদালতে ফিলিস্তিনিদের উচ্ছেদে আপিল শুনানি স্থগিত করা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img