রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

ওমরাহ পালন আরও সহজ করেছে সৌদি সরকার

সৌদি আরব সরকারের পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালন এবার আরও সহজ করা হয়েছে। ওমরাহযাত্রীরা আসা-যাওয়ার জন্য নিজেদের সুবিধা অনুযায়ী সৌদি আরবের যেকোনো বিমানবন্দর বেছে নিতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওমরাহযাত্রীদের আগমনের জন্য কোনো নির্দিষ্ট বিমানবন্দর নেই। তারা দেশের যেকোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক বিমানবন্দরের মাধ্যমে আসা-যাওয়া করতে পারবেন।

এছাড়া ওমরাহযাত্রীরা ৯০ দিন পর্যন্ত সৌদি আরবে থাকতে পারবেন এবং এই সময়ের মধ্যে তারা মক্কা, মদিনাসহ অন্য সব শহরের মধ্যে যাতায়াত করতে পারবেন।

ওমরাহ পালনের জন্য অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা আবেদনের সুযোগেরও কথাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img