বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

অবৈধ বসতি বানাতে পশ্চিম তীরে মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরাইল

অবৈধ ইহুদী বসতি বানাতে ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের কাছে এক মসজিদ গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) নাবলুসের দক্ষিণে দুমা গ্রামে অবস্থিত এই মসজিদটি গুড়িয়ে দেওয়া হয়।

দুমা গ্রামের লোকাল কাউন্সিলের প্রধান সুলেইমান দাওয়াবেশ বলেন, গুড়িয়ে দেয়া মসজিদে স্থানীয় ৫০ বাসিন্দা নিয়মিত নামাজ পড়তে যেতেন। ৬০ বর্গমিটার আয়তনের মসজিদটি দুই বছর আগে নির্মিত হয়েছিলো।

তিনি জানান, দুমার দক্ষিণ ও পশ্চিমে দুই কৃষি স্থাপনাও ইসরাইলি সৈন্যরা গুড়িয়ে দিয়েছে। দুমার তিনদিকে সম্প্রসারণ রোধ করে ইসরাইলি বসতি বিস্তারের জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে এক বিবৃতিতে মসজিদ গুড়িয়ে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, দুমার মসজিদ গুড়িয়ে দে্য়ারর মাধ্যমে পবিত্রস্থানের বিরুদ্ধে দখলদারদের অপরাধের তালিকায় নতুন একটি অপরাধ যুক্ত হলো। মুসলমানদের পবিত্রস্থান ও ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে এটি নগ্ন আক্রমণ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img