বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

প্রধানমন্ত্রীর পদক্ষেপেই করোনায় মৃত্যু কম: স্পিকার

করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদেক্ষেপের কারণেই বর্তমানে জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, করোনায় বাংলাদেশে মৃত্যুহার তুলনামূলকভাবে কম। তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগণ যেন অনাহারে মৃত্যুবরণ না করে সে জন্য সঠিক সময়ে খাদ্যদ্রব্য সরবরাহ করেছে সরকার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে’র সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্পিকার সুইডেন রাষ্ট্রদূতকে করোনা পরিস্থিতিতে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে এসব কথা জানান।

স্পিকার বলেন, বর্তমান সরকার সবার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহে নিরলস কাজ করে যাচ্ছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সুইডেন বাংলাদেশের অনেক পুরনো বন্ধু এবং সুইডেনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এ সময় ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img