রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

পতাকা থেকে কালেমার মুছে ফেলার খবর গুজব বলে জানিয়েছে সৌদি আরব

সৌদি আরবের জাতীয় পতাকা থেকে কালেমা খচিত লেখা মুছে ফেলা ও জাতীয় সংগীতে পরিবর্তন আনা হবে বলে বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে গুজব ছড়িয়ে পড়েছে। তবে এ মিথ্যার ‍বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে সৌদি আরবের শুরা কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না।

গালফ নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সৌদি আরবের মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে চলতি সপ্তাহের শুরুতে সংশোধনীর খসড়া প্রস্তাবে অংশ নেওয়া শুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি জানান, জাতীয় পতাকায় পরিবর্তন আনার প্রস্তাব হয়নি। বরং সংশোধনীতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রস্তাবিত বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা রয়েছে।

তিনি বলেন, সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে সংশোধনীতে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img