যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জনগণের মানবিক সাহায্যের জন্য ৩০ টন ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হয়েছে সৌদি আরবের একটি বিমান।
শনিবার (৪ মার্চ) বিমানটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের রেজেসো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এ বিমানটিতে আশ্রয় সামগ্রী, বৈদ্যুতিক জেনারেটর ও ঔষধ রয়েছে।
এর পূর্বেও ত্রাণবাহী ২টি বিমান পাঠিয়েছিল সৌদি আরব।
সৌদি আরব ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য ১০ মিলিয়ন ডলার মূল্যের জরুরি চিকিৎসা ও আশ্রয় সহায়তা প্রদান করেছিল।
উল্লেখ্য, গত সপ্তাহে সৌদি আরব ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলার অতিরিক্ত মানবিক সহায়তা প্রদানের জন্য একটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সূত্র: আরব নিউজ