শনিবার, এপ্রিল ৫, ২০২৫

লোকসভায় ওয়াকফ বিল ছিঁড়ে প্রতিবাদ জানালেন ওয়াইসি

গত বুধবার ভারতের লোকসভায় পাস হয়েছে চরম বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল, যা বহু মুসলিমের হৃদয়ে চেপে বসেছে আতঙ্কের ছায়া হয়ে। এই

সংশোধনী পাসের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি দখলের একপ্রকার বৈধতা পেয়ে গেল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী সরকার। সংসদে বিলটি পাস হওয়ার পর কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

লোকসভায় বিলকে মুসলিম সমাজের প্রতি সরাসরি অবমাননা বলে অভিহিত করে তা তাৎক্ষণিকভাবে ছিঁড়ে ফেলেছেন তিনি। এই বিলকে মুসলিম সমাজের প্রতি আঘাত হিসেবেও বর্ণনা করছেন তিনি।

এদিন ভারতীয় সংবিধানের ১৪ নং অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াইসি। তিনি বলেন, বিল পাশের ফলে ওয়াকফ সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে একজন মুসলিম বাধার সম্মুখীন হবে, অন্যদিকে অনুপ্রবেশকারীরা (হিন্দুত্ববাদীরা) রাতারাতি এই সম্পত্তির মালিক হয়ে যাবে।

এই বিলটি ভারতীয় সংবিধানের ২৬ নং অনুচ্ছেদ ভঙ্গ করছে উল্লেখ করে হায়দ্রাবাদের এমপি ওয়াইসি বলেন, “হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধদের নিজেদের অধিকার রয়েছে ধর্মীয় সম্পত্তি পরিচালনার জন্য। তাহলে মুসলিমদের কেন এই অধিকার থেকে বঞ্চিত করা হলো ? এটি সংবিধানের ২৬ নং অনুচ্ছেদের মারাত্মক লঙ্ঘন।”

ওয়াইসি আরো বলেন, এই বিলটি মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করবে।

উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপিকে অভিযুক্ত করে তিনি বলেন, মন্দির-মসজিদের নামে বৈরিতা উস্কে দিতে চায় বিজেপি।

সূত্র: ইন্ডিয়া টুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img