শনিবার, এপ্রিল ৫, ২০২৫

ভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ: গ্রেফতার ৪০

ভারতে চরম বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল বাতিলের দাবিতে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সদস্যরা। জোরপূর্বক মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার এই ভয়ংকর ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠেছে “ওয়াকফ বিল মানি না, মানব না!” এই বিক্ষোভ কর্মসূচি থেকে ৪০ জন মুসলিমকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) জুম্মার নামাজের পর কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদ শহরে এই প্রতিবাদের ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘যৌথ ওয়াকফ সুরক্ষা মঞ্চ’-এর উদ্যোগে এ আন্দোলন শুরু হয়।

চেন্নাইয়ে তামিল অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্ট্রি কাজাগাম’ এর উদ্যোগে বিক্ষোভে অংশ নেন দেশটির জনগণ। প্রতিবাদকারীরা বলেন, “আমাদের অধিকার কেড়ে নেওয়া চলবে না।”

আহমেদাবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)। যেখানে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদকারীদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল, “আমরা ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাখ্যান করি।” এই মিছিল থেকে অন্তত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে যেন আন্দোলনের বিশাল মঞ্চ হয়ে উঠেছিল কলকাতা নগরী। ‘জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রোটেকশন’-এর ডাকে শহরের বিভিন্ন প্রান্তে শত শত মানুষ একত্রিত হয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বিক্ষোভকারীরা বলছেন, বিলটি মুসলিমদের অধিকার হরণ করেছে।

উল্লেখ্য, গত বুধবার (২ এপ্রিল) ভারতের লোকসভায় পাস হয় ওয়াকফ (সংশোধনী) বিল। এই বিলটি আইনে পরিণত হতে আর মাত্র দুটি পদক্ষেপ বাকি। যার একটি হল রাজ্যসভা ও অন্যটি রাষ্ট্রপতির স্বাক্ষর।

সূত্র: এনডিটিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img