ভারতে ওয়াকফ বিল সংশোধনের দোহাই দিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। এই বিলের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করে গান্ধী বলেছেন, এটি সংবিধানের উপর নির্লজ্জ আক্রমণ।
গত বুধবার ভারতের লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ পাস হওয়ার কিছুক্ষণ পরেই এই মন্তব্য করেন সানিয়া গান্ধী।
তিনি বলেন, এই বিল সংবিধানের ওপর একটি “নির্লজ্জ আক্রমণ” এবং এটি বিজেপির একটি কৌশল, যার উদ্দেশ্য হল সমাজের মধ্যে স্থায়ী মেরুকরণ তৈরি করা।
সোনিয়া গান্ধী আরও জানান, বিলটি “বুলডোজার দিয়ে পাশ করা হয়েছে,” এবং কংগ্রেস দলের স্পষ্ট অবস্থান হল, তারা এই বিলের বিরোধী।
এছাড়াও, কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ী এই বিলের সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য একটি কৌশল। তিনি মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং সরকারের এতে নীরবতা, এই বিলের পাস হওয়ার পিছনে একটি পূর্বপরিকল্পিত উদ্দেশ্য রয়েছে।
সূত্র: বার্তা ভারতী