বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

ওয়াকফ বিল রুখতে প্রাণপণ লড়াই শুরু ওয়াইসির; বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন

গত বুধবার ভারতের লোকসভায় পাস হয় ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪। এর একদিন পর, ১২৮-৯৫ ভোটে রাজ্যসভাতেও বিলটি পাস হয়। আইনে পরিণত হতে বাকি শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষর। এমতাবস্থায়,
উগ্র হিন্দু হিন্দুত্ববাদীদের হাত থেকে মুসলিমদের সম্পত্তি রক্ষায় প্রাণপণ লড়াই শুরু করেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুন মুসলিমিন (এআইএমাইএম) এর প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি।

গত শুক্রবার চরম বিতর্কিত এই আইন ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওয়াইসি। আবেদনে উল্লেখ করেছেন, এই বিল, “মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।”

এদিকে, একই বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পৃথক আবেদন করেছেন কংগ্রেস এমপি মুহাম্মাদ জাওয়েদ। আবেদনে এই বিলকে ‘মুসলিমদের মৌলিক অধিকার লঙ্ঘনকারী’ বলে অভিহিত করা হয়েছে।

আবেদনে আরো উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত বিলটি সংবিধানের ১৪, ২৫, ২৬, ২৯ ও ৩০০এ অনুচ্ছেদের মৌলিক অধিকার—সমতা, ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার ও সম্পত্তির নিরাপত্তা—সবকিছুকেই লঙ্ঘন করছে।”

সূত্র: এনডিটিভি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img