শেখ হাসিনা ভারতের সহায়তায় ফ্যাসিস্ট হয়েছিল মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শেখ হাসিনা ভারতের সহায়তায় বাংলাদেশে ফ্যাসিস্ট ভূমিকায় অবতীর্ণ হয়েছে। হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়নি। গত ১৫-১৬ যে গুম খুন হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ করা হয়েছে। হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে। ভারত যদি এক দল ও এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত বাংলাদেশে এটা হওয়ার সুযোগ ছিল না।
আজ শনিবার (৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাইতে সরাসরি গুলি করে যে গণহত্যা হয়েছে এগুলোর মদদে ছিল ভারত।
এসময় সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও অন্যান্য নেতা-কর্মীরা।