সোমবার, এপ্রিল ৭, ২০২৫

রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে চুড়ান্ত আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হল উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি সরকারের উত্থাপিত ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫। মাত্র তিন দিনের মধ্যেই লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতির অনুমোদনের গণ্ডি পেরিয়ে এটি পরিণত হল পূর্ণাঙ্গ আইনে।

শনিবার (৫ এপ্রিল) মুসলিম বিরোধী এই বিলে স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বিরোধীদের প্রবল আপত্তি ও ভারতীয় সংবিধান লঙ্ঘন হওয়া সত্ত্বেও গত বৃহস্পতিবার লোকসভায় এবং শুক্রবার রাজ্যসভায় পাশ হয় এই বিল।

২ এপ্রিল লোকসভায় বিলটি পেশ হওয়ার পর মধ্যরাত পর্যন্ত চলে টানা বিতর্ক। এরপর ভোটাভুটিতে ২৮৮টি ভোটে বিলটি পাশ হয়, যেখানে বিপক্ষে ভোট পড়ে ২৩২টি।

পরদিন রাজ্যসভাতেও উত্তপ্ত পরিবেশে চলে প্রায় ১৩ ঘণ্টার তীব্র আলোচনা। শেষপর্যন্ত সেখানে ১২৮ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন, আর বিপক্ষে ভোট পড়ে ৯৫টি। দুই কক্ষেই পাস হওয়ার পর নিয়ম মেনে তা পাঠানো হয় রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য।

শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতেই চূড়ান্ত রূপ পেল এই আইন।

এখন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা মাত্র। তারপর থেকেই কার্যকর হয়ে যাবে ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫। এরপর জোরপূর্বক কিরে নেওয়া হবে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img