ভারতে মুসলিম বিরোধী ওয়াকফ বিলের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে গিয়ে জরিমানার মুখে পড়েছেন ২৪ জন মুসলিম ব্যক্তি। তাদের প্রত্যেককে ২ লাখ রুপি করে মোট ৪৮ লাখ টাকা জরিমানা করেছে উগ্র হিন্দুত্ববাদী প্রসাশন
রবিবার (৫ এপ্রিল) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
মুজাফ্ফরনগর জেলা পুলিশ প্রধান সত্যনারায়ণ প্রজাপতির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, “আমরা শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ২৪ জনকে চিহ্নিত করেছি। এই ব্যক্তিদের আদালতে হাজির হয়ে বন্ড জমা দিতে হবে, না দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, গত রমজানের শেষ শুক্রবার জুম্মার নামাজের পর ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এই শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন মুজাফ্ফরনগরের সাধারণ মুসল্লিরা। প্রতিবাদটি ছিল শান্তিপূর্ণ এবং তাৎক্ষণিক কোনো হুমকি বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। তবুও প্রশাসনের পক্ষ থেকে এটিকে অবৈধ প্রতিবাদ হিসেবে গণ্য করা হয়েছে।
এদিকে, উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ শাসিত উত্তর প্রদেশের এমন ন্যক্কারজনক ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার সংস্থা, মুসলিম সংগঠন ও বিরোধী দলীয় নেতারা।
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।
সূত্র: ক্লারিওন ইন্ডিয়া