বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

ভারতে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় বরখাস্ত হলেন মুসলিম বিদ্যুৎ কর্মী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় এক মুসলিম কর্মচারীকে বরখাস্ত করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার। শাকিব খান নামে এই কর্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনেছে প্রশাসন।

গত শুক্রবার (৪ এপ্রিল) ভারতের উত্তর প্রদেশের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক চিঠির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। শাকিব সাহারানপুর জেলার কৌলাশপুর পাওয়ার সাবস্টেশনের কর্মচারী ছিলেন।

ঘটনার বিবরনে জানা যায়, ঈদের দিন সাহারানপুর জেলার একটি মসজিদের সামনে শিশুদের সাথে নিয়ে ফিলিস্তিনের ছোট একটি পতাকা উত্তোলন করেন তিনি। এরপর সেই পতাকার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এরই প্রেক্ষিতে নড়েচড়ে বসে গাজ্জা গণহত্যায় সমর্থনকারী উত্তরপ্রদেশের প্রশাসন।

উত্তর প্রদেশের বিদ্যুৎ বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শিশির কুমার চাহি জানান, সাকিব কৈলাশপুরের ছুটমলপুর ফিডারে কাজ করছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তদন্ত করা হয় এবং সেটিকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হয়। বিভাগ সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট চুক্তি ভিত্তিক কোম্পানিকে তার চাকরি বাতিলের জন্য চিঠি দেয়। চিঠিতে বলা হয়েছে যে সাকিবকে বরখাস্ত করা হোক এবং এ বিষয়ে বিভাগকে অবিলম্বে জানানো হোক।

বিভাগ কঠোর অবস্থান গ্রহণ করে এবং তাৎক্ষণিকভাবে তার বরখাস্তের আদেশ জারি করে। খান যেই পোস্টটি দিয়েছিলেন, তাতে কয়েকজন যুবককে ফিলিস্তিনের পতাকা ধরে থাকতে দেখা যায়। সেখানে দুটি শিশুকেও দেখা যায়। ছবিটি একটি মুসলিম ধর্মীয় স্থানের বাইরে তোলা বলে মনে হয়।

উল্লেখ্য, ঈদের দিন ফিলিস্তিনিদের সমর্থনে একটি মিছিল বের করে ভারতের উত্তরপ্রদেশের মুসলিমরা। এই মিছিল থেকে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি মামলা দেওয়া হয় আরো ৬০ জনের বিরুদ্ধে।

সূত্র: ক্লারিওন ইন্ডিয়া

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img