বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

১০ লাখ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইল

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় থেকে এই পর্যন্ত প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এর মধ্যে ইসরাইলের কারাগারে মৃত্যুবরণ করেছে ২২৬ জন ফিলিস্তিনি।

শনিবার (৫ জুন) ফিলিস্তিনের স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ‘বন্দি এবং সাবেক বন্দি’ বিষয়ক (ডিটেইনি অ্যান্ড এক্স ডিটেইনি) কমিশন জানিয়েছে, এই ১০ লাখ ফিলিস্তিনিদের মধ্যে ১৭ হাজার নারী এবং ৫০ হাজার শিশু। এছাড়া ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ৫৪ হাজার প্রশাসনিক ‘গ্রেফতারি’ পরোয়ানা জারি করেছে। এই প্রশাসনিক গ্রেফতারি পরোয়ানা নীতির ফলে বিচার এবং অভিযোগ গঠন ছাড়াই দখলদার ইসরাইল আটককৃতদের বন্দিত্বের মেয়াদ বাড়াতে পারে।

ইহুদিবাদী ইসরাইলের সেনাদের হাতে আটককৃত সবাই বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক নির্যাতন এবং নিষ্ঠুর আচরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে এনজিওটি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img